সংসার সংকীর্ণ ঊষার অভিমুখে
- তানজির উদ্দিন

সংসারের বেদন বিরহ সুর এবার গেলে বিদায়ে
জীবনের সব আনাগোনা এবার গেলে বিদায়ে
একী স্মৃতিময় শান্তি বিরহ প্রাণে আনিলে সংসারে
ওহে মাতা বৃথা জীবন মাঝে জড়ায়ে রাখিলে সংসারে ।
ও সংসার মাঝে এখন এক বেহাল চিত্‍কার শুনি
ওহে প্রাণ এবার এ সংসারে নিজেরে লও আনি
কৃত কর্ম এবার ভেসে চলুক অনুশোচনার জোয়ারে
প্রদীপ্ত হোক প্রক্ষিপ্ত হোক আজি পাপ এ মোর সংসারে ।

পুষ্প অমৃত বিলায়ে দূরে গেলে এ সংসার মাঝে
নিশিদিনের ক্লান্ত রজনী এবার নূতন সাজে
এ কোন রূপের প্রহরণ !
এ কোন রূপ আলিঙ্গণ !
এ দিনের সে মোর সংসারে ফেলে রেখে চলে গেলে
রূপহীন ও সংসারের মায়া পুনঃ পুনঃ ছাড়ি দিয়ে এলে
অনন্ত সংসারের মাঝে উত্‍সারিল আলো
চলিল অঙ্গণ পেরিয়া শ্রুতিহীন দিলের তরে ।

হায়রে বিধাতা একী সান্ত্বনায়
হায়রে বিধাতা একী সন্ত্বাপে
হায় হায় হায় স্মৃতি হারায় হারায়
ও কাঠিন্য রূপ হারাবার লাগি চলিলে ধূর্ত বেগে
ও পুনঃ পুনঃ জড়ায়ে নিলে এ সংসারের আবেগে
তারে ক্ষমা কর বিধাতা
তারে রূপ দাও বিধাতা
তারে নব করো বিধাতা
হীনতার মাঝে ছড়াও তাহারি আলো মোর সংসারে
বৃথা জীবনের ক্লান্তি এবার ছড়িয়ে যাক ঘরে ঘরে ।
আহা ! বিধাতা !
সংসার সুখের পিয়ালে চলিছে ঊষার আবেগ
অনন্ত যাত্রার তরে এবার এবার পায় বেগ
ও হৃদি হন্তারক ও হৃদি হন্তারক বিধাতা
ওরে নিয়ে নাও ওরে নিয়ে শান্ত করো বিধাতা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।