ভুল
- শাহ্ আলম শেখ শান্ত - " হুমায়রা হিমি "

ভোর নিশিতে সুধা সুরে মুয়াযযিন হাঁকে
নাউম থেকে সালাত ভাল এই বলে সে ডাকে ।
পাখ পাখালি গাছ গাছালি ,ঘরের মোরগ ভাই
কক্ ককিয়ে কি বলিছে , তোমরা বুঝ নাই ?

ঘুম ছেড়ে দাও ওযু করে খোদার ঘরে যাও
অসীম সুখ জান্নাতের মিফ্তাহ হাতে নাও ;
আযান শুনে ঘরে বাইরে বসে রইল যেজন
তারা তো ভাই ইবলিশের, দোসর কিংবা স্বজন ।

চন্দ্র , সূর্য্য , তরু লতা ওরাও সিজদা করে
আযান শুনে মুসলিমও রয় কু আড্ডায় পরে ;
যে দিল ভাই সুন্দর তনু সুখের সংসার
গগন চুম্বি অট্টালিকা সম্পদের পাহাড় ।

তারেই আজ ভুলে গেছ ধরণীর মায়ায়
পাপ তরিকার হইছ পথিক শয়তানের ধোকায় ;
খোদার বিধান তিক্ত লাগে অসহ্য বোধ হয়
পাপ কর্ম করতে কেবল লাগে সুধাময় ।

সালাত বিনা দাবি করি খাঁটি মুসলমান
সেই জনমে এই দাবি যে হইবে প্রত্যাখ্যান ;
সত্য ছেড়ে মিথ্যের পিছে হয়েছো মশগুল
চোখ বুজিলেই দেখতে পাবে , কি করিছ ভুল !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।