বাস্তবতার যাঁতাকলে
- ফাইয়াজ ইসলাম ফাহিম

বাস্তবতার যাঁতাকলে আমার স্বপ্নগুলো
দুমড়ে মুচড়ে যাচ্ছে,
তবুও আমি স্বপ্ন দেখি
বাস্তবতা যতই আমার স্বপ্নগুলো কে
দুমড়ে মুচড়ে হত্যা করে
ততই আমার স্বপ্ন বৃদ্ধি পায়।
.
বাস্তবতার খেলায় বারংবার হেরে যায়
আমার স্বপ্নগুলো,
তবে এমন দিন আসবে
যে বাস্তবতা হারিয়ে যাবে আমার স্বপ্নগুলোর পায়ে মাথা নুয়ে থাকবে।
.
বাস্তবতার যুদ্ধে আমার স্বপ্নগুলো
একদিন জয় লাভ করবে,
কারণ আমার স্বপ্নগুলো অসীম
শক্তির অধিকারী.....


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।