নারী তোমাকে দেখলে
- ফাইয়াজ ইসলাম ফাহিম

নারী তোমাকে দেখলে আমার উন্মাদনা বেড়ে যায়,
নারী তোমাকে দেখলে আমার
হায়া মরে যায়।
.
নারী তোমাকে দেখলে আমার
ভালবাসা উন্মীলিত হয়,
নারী তোমাকে দেখলে
আমার কষ্ট হয়ে যায় ক্ষয়।
.
নারী তোমাকে দেখলে
আমি নারী বেহেশত খুঁজে পাই,
নারী তোমাকে দেখলে
আমার সকল চিন্তা হয়ে যায় নাই।
.
নারী তোমাকে দেখলে
আমি শান্তি পাই,
নারী তোমাকে দেখলে
আমি বেঁচে থাকার শক্তি পাই.....


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

৩১-১০-২০১৮ ১২:৫২ মিঃ

নারী তোমাকে দেখলে
আমি নারী বেহেশত খুঁজে পাই,
নারী তোমাকে দেখলে
আমার সকল চিন্তা হয়ে যায় নাই।
.
নারী তোমাকে দেখলে
আমি শান্তি পাই,
নারী তোমাকে দেখলে
আমি বেঁচে থাকার শক্তি পাই.....