যৌবন নদীর পানি
- ফাইয়াজ ইসলাম ফাহিম
তোমার বক্ষের যৌবন নদীর পানি করতে চাই পান,
তোমার যৌবন নদীর পানি পান করিলে
ঘুচে যাবে ভালবাসার অপমান।
.
তোমার বক্ষের যৌবন নদীর পানি
পান করিলে ভালবাসা ফিরে পাবে মান,
তোমার বক্ষের যৌবন নদীর পানি
ভালবাসার তৃষ্ণা নিবারণের জন্য
নিত্য নিশিতে করবে আমায় দান
তবেই তোমার- আমার ভালবাসার সকল ব্যামোর হবে অবসান....
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।