আজব দেশ বাংলাদেশ
- ফাইয়াজ ইসলাম ফাহিম

দেশের জনসংখ্যা বাড়ছে
বাড়ছে না খোরাক,
তার উপর রোহিঙ্গা দিচ্ছে
ঢুকে বাঙালির পেটে পেরাক।
.
কর্মসংস্থান নেই
গরিব লোকের নেই দেশে অন্ত,
সরকারি নথিপত্রে গরিব কমেছে
কিন্তু গরিবের পেট অশান্ত।
.
চাকরীর জন্য হাজার হাজার শিক্ষিত
ঘুরছে কলকারখানায় নিত্য,
যার টাকা আছে তার চাকুরী আছে
আর টাকা বিহীন গরিবের হা-হুতাশে নষ্ট হচ্ছে চিত্ত।
.
দেশের জনসংখ্যা বাড়ছে
বাড়ছে গরীবের সংখ্যা,
জনসংখ্যা নিয়ন্ত্রণে না আনলে
দেশে ক্রমশই অরাজকতার বৃদ্ধি পাওয়ার আছে শঙ্কা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 4টি মন্তব্য এসেছে।

০২-১১-২০১৮ ০০:০৩ মিঃ

হুম প্রিয় কবি

০১-১১-২০১৮ ২১:২০ মিঃ

গরীব বাড়ছে। পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে অধিক সম্পদশালী দের সংখ্যা ।

০১-১১-২০১৮ ২১:১৯ মিঃ

গরীব বাড়ছে। পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে অধিক সম্পদশালী দের সংখ্যা ।

০১-১১-২০১৮ ২০:০৯ মিঃ

দেশের জনসংখ্যা বাড়ছে
বাড়ছে গরীবের সংখ্যা,
জনসংখ্যা নিয়ন্ত্রণে না আনলে
দেশে ক্রমশই অরাজকতার বৃদ্ধি পাওয়ার আছে শঙ্কা।