বাউন্ডুলে মনের দাসত্ব করি
- ফাইয়াজ ইসলাম ফাহিম
আমার প্রভাব প্রতিপত্তি সারা বঙ্গদেশে
অথচ আমার নির্দিষ্ট কোন ঠিকানা নেই,
কোথায় থাকি কোথায় খাই
কোথায় যাই নিজেও জানি না।
.
ঘুরছি বঙ্গদেশের পূর্ব থেকে পশ্চিম
উত্তর থেকে দক্ষিণ,
কখনো বন্ধুর বাসায়
কখনো মামার বাসায়
কখনো খালার বাসায়
কখনো প্রেমিকার টাকায় হোটেলে।
.
কোথায় থাকি কোথায় যাই
সদূর কোন পরিকল্পনা নেই,
আমার সব পরিকল্পনা
বাউন্ডুলে মনটা গ্রাস করেছে।
তাই এখন বাউন্ডুলে মনটার
দাসত্ব করে চলছি....
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।