পতিতা তোমায় অভিবাদন জানাই
- ফাইয়াজ ইসলাম ফাহিম

পতিতা তোমায় অভিবাদন জানাই
তুমি যে অবাধ্য পুরুষের যৌবন কে করো শাসন,
তোমার জন্য শত মেয়ে
ইভটিজিং থেকে মুক্তি পায়
পায় সামাজিক আসন।
.
পতিতা তুমি সমাজের মঙ্গল করো
বাড়িয়ে দিচ্ছ অচলায়তন সমাজের
চোখের জ্যোতি
আর সেই সমাজ করছে তোমার ক্ষতি।
.
তোমার জন্য শত যুবার বাড়তি যৌবন
হয় ক্ষয়,
তবুও তোমায় সমাজ দিচ্ছে না
তোমায় বেঁচে থাকার অভয়।
.
সমাজ ধর্মের কালো চশমা পরেছে
তাই দেখে না স্বচ্ছ,
তাই তোমাদের গাল-মন্দ করে
ভাবে অসহ্য।
.
সমাজে বোঝে না তোমরা যে
কত করছো উপকার,
সমাজ শুধু চায় তোমাদের
পতিতা পল্লী ভেঙ্গে চুড়ে একাকার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

০৯-১১-২০১৮ ০৯:০০ মিঃ

যা ইচ্ছে ভাবুন মৌলভী

০৯-১১-২০১৮ ০৮:৪৭ মিঃ

পতিতারা নিজেদেরকে সামান্য অর্থের মাধ্যমে শেষ করে ফেলে এবং অন্যকে ও শেষ করে দেয়
তারা ও তো মানুষ।তাদের ও একটা জীবন আছে কিন্তু কবি তাদেরকে এ নষ্টামির জন্য অভিবাদন জানিয়ে উৎসাহিত করেছেন। যা খুব্ই ন্যাক্কারজনক
কবি একজন নাস্তিক

০২-১১-২০১৮ ১৫:২১ মিঃ

পতিতা তোমায় অভিবাদন জানাই
তুমি যে অবাধ্য পুরুষের যৌবন কে করো শাসন,
তোমার জন্য শত মেয়ে
ইভটিজিং থেকে মুক্তি পায়
পায় সামাজিক আসন।
.
পতিতা তুমি সমাজের মঙ্গল করো
বাড়িয়ে দিচ্ছ অচলায়তন সমাজের
চোখের জ্যোতি
আর সেই সমাজ করছে তোমার ক্ষতি।