আপোষে ভরা জীবন
- অনির্বাণ মিত্র চৌধুরী
আর কতদিন এই কম্প্রোমাইজ করে বেঁচে থাকা?
আর কতকাল স্রোতের প্রতিকুলে নৌকা বেয়ে যাওয়া?
আর কতদিন নিজের সাথে নিজেই করবো যুদ্ধ?
আর কতটা আগুণে পোড়ালে হৃদয় হবে শুদ্ধ?
ছোট ছোট ইচ্ছেগুলোর দিয়েছি বলি চড়িয়ে,
হঠাৎ পাওয়া আনন্দগুলো সযতনে গেছি এড়িয়ে।
সুখের সূর্যটা উঠবে বলে সবকিছু যাই সয়ে
ভারাক্রান্ত মন, না পাওয়ার কষ্টে যাচ্ছে নিয়ে।
সীমিত সাধ্য, তবু মন যে অবাধ্য
মরীচিকা সুখ যেন পরম আরাধ্য।
বেঁচে থাকাটাই যেন চরম অস্বস্তির
নিদারুণ খরায় আজ স্বপ্নগুলো চৌচির।
লোভাতুর নয়, বড় স্বপ্নাতুর এই মন
অপ্রাপ্তির মিশেলে গড়া যাপিত জীবন।
অপূর্ণতার জগতে তাই অবাধ বিচরণ
না পাওয়ার বেদনাকেই করেছি আপন।
আর কতদিন এই হা-পিত্যেস করে বেঁচে থাকা?
জানি না কবে এর হবে অবসান
জীবন মানেই কি তবে কম্প্রোমাইজ?
আপোষে-আপোষে ওষ্ঠাগত প্রাণ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।