কেমন আছো প্রিয়া?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন ২০-০৪-২০২৪

কেমন আছো প্রিয়া?
==============
কেমন আছো প্রিয়া?
বারবার এই সন্ধ্যা তোমার কথা স্মরণ করিয়ে দেয়।


প্রিয়া একদিন তোমার সেই সন্ধ্যার দিয়া।
আমার উঠোন করেছিলো আলোকিত।
আমি সেই উঠোনে গেয়েছিলাম মুর্শিদি গান।


আর তোমার দিয়ার আলো
দূর করেছিলো আমার অন্ধকার।
আমি পথ দেখেছি তাতে।
ভালোবাসা ছাড়া কিছু খুজিনি সেদিন।


আজ কেন এতো দূরে?
কেনো এমন পরাজিত আমি?
তোমার স্পর্শ আমাকে কেন শীতল করেনা?


কার কথায় তুমি চলে গেলে দূরে?
আমাকে রেখে আধারে।
একা আমি দুর্বল নই।
ভালোবাসাহীন বেচে আছি পাথরের মতো।



লোকের কথায় ভুলে গেলে?
ভালোবাসা কি এতোই ভিতু ছিল?
পাগলের কথায় চলে গেলে দূরে।
অবহেলা করে মোরে।


আবার আসো নবান্নে।
আউশের ধান কাটার সময় হবে যখন।
যখন চারদিকে বৈশাখি সাজে সাজবে সবাই।
আর আমি ঈদের নামাজ শেষে ফিরবো বাড়ি।
অথবা কোন মাঠের শেষে।
আগামীর বার্তা নিয়ে,
চলে এসো প্রিয়া।


একসাথে বাস করবো মোরা।
থাকবেনা কোন বিভক্তির দেয়াল।
শুধুই ভালোবাসা দিয়ে সাজাবো আমাদের দুনিয়া।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।