আশ্রয়দাতা হলে নির্দয়
- অরুণ কারফা

রঙে রঙে কৃষ্ণচূড়ার
আগুন ছড়িয়েছে গগনে
তারই নীচে ক্লান্ত পথিক
বিশ্রাম নেয় শয়নে।

ঈশান কোণে দিলেই দেখা
ঘন কালো মেঘ
মাতিয়ে প্রলয় উঠবে ঝড়
সঞ্চয় করে বেগ।

ডালগুলো তখন উঠবে দুলে
কখনো বামে বা ডানে
অমনি পথিককে ছুটতে হবে
তির বেগে ঘর পানে।

এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম
যে গাছ দেয় আশ্রয়
তারি তাণ্ডবে আবার তাকে
তারে ছেড়ে পালাতে হয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।