মন কেচ্ছা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

১.
মিসকিন মনের অধিকারীর ধনী হয়
আর উদার মনের অধিকারী ফকির হয়।
২.
মিসকিন মন যার ধনী নাম তার
উদার মন যার গরিব নাম তার।
৩.
মিসকিন মন দিয়ে অট্টালিকা গড়া যায় সম্পদের পাহাড় গড়া যায়,
তবে ভালবাসার সাম্রাজ্য
গড়া যায় না।
৪.
মিসকিন মনের অধিকারী সুখি হয়
তবে মনের দিক থেকে নয়।
৫.
মিসকিন মনের অধিকারী টাকার রোগী
উদার মনের অধিকারী ভালবাসার রোগী।
৬.
মিসকিন মন থেকে অহংকার, অবহেলা, ধিক্কার তৈরি হয়
উদার মন থেকে
ভালবাসা তৈরি হয়।

.
মিসকিন মন কোন মন কিনতে পারে না
তবে উদার মন মন কিনতে পারে।
.
- ফাইয়াজ ইসলাম ফাহিম


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।