চোখের বিশ্বাসে নারী
- ওমায়ের আহমেদ শাওন - প্রেম বিষয়ক

দীঘল চুল
সুঢৌল স্তন
ঘোমটার আবরণ
দেখা হয়না ভুল;
সে নারী-!
চোখে চোখ
হাতে হাত
শরীরে শরীর
এসে যায় ঝোক
উঞ্চ নি:শ্বাসে বাধে সংঘাত
নগ্ন কোমর স্পর্শে নারীত্ব জাগে উর্বশীর।
জানালার পর্দাটা উড়ছে
সে পরিপূর্ণ নারী- তাই বলছে!
অনুভূতিশীল শিহরণ
জম্নায় মোহ সংলগ্ন চুম্বন
দেখে অস্থিরতার তাপে ছুটোছুটি করি
চোখের বিশ্বাসে নারী।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

০১-০২-২০১৯ ২২:১৯ মিঃ

অসাধারন লিখুনি প্রিয় শুভেচ্ছা নিবেন।

১১-০১-২০১৯ ২১:২৩ মিঃ

চমৎকার