চেয়েছিলাম
- ফাইয়াজ ইসলাম ফাহিম

দু'দিনের পৃথিবীতে কিছু চাইনি
শুধু চেয়েছিলাম ভালবাসা কে
সামাজিক বেড়ি থেকে মুক্তি দিতে
চেয়েছিলাম ভালবাসা আনন্দে থাকুক।
.
চেয়েছিলাম দুটি
মন মিলে মিশে একাকার হয়ে যাক,
হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলিমের
দ্বন্দ্বে যেন কোন যুবক- যুবতী প্রাণ না হারায়।
.
চেয়েছিলাম পরিবার, সমাজ,ধর্ম
থেকে নিষিদ্ধ প্রেমিক যুগল কে সাহায্য করতে,
তাদের ভালবাসা কে মজবুত করতে।
.
চেয়েছিলাম ভালবাসা থেকে
বঞ্চিত পথ শিশু, বঞ্চিত মা বাবা কে সাহায্য করতে
চেয়েছিলাম ভালবাসার সাম্রাজ্য গড়তে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।