অনুমতি নেই
- ফাইয়াজ ইসলাম ফাহিম

তোমার তরে হারাতে চাই মনীষা
কিন্তু আমি পারবো না,
আমার যে তোমার তরে
হারানোর অনুমতি নেই।
.
আমি মরোণত্তর আমার চোখ,বাল্ব,
আমার স্থাবর-অস্থাবর সমুদয় সম্পত্তি, সহস্রাধিক কবিতা
দান করেছি।
আমি মরে গেলে
সকল কিছু বাংলাদেশ লাভ অর্গানাইজেশন পাবে।
.
যদিও অনেক ললনা বিবাহের জন্য আমাকে আহ্বান করেছে,
আমাকে বিবাহ করে তারা হয়তো
অধিক সম্মানের অধিকারী হবে
কিন্তু সুখ কখনো পাবে না মনীষা।
.
হয়তো আমি বেঁচে থাকা অবধি
সুখ- সম্মান দুটোই পাবে,
কিন্তু আমি যদি তার আগে মারা যাই
তবে তাকে অনেক কষ্ট সহ্য করতে হবে
এমন মেয়ে কোথায় পাবো তুমি বলো মনীষা?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।