খাঞ্জাখাঁ স্বভাব
- ফাইয়াজ ইসলাম ফাহিম

খাঞ্জাখাঁ স্বভাব
যদিও আমার অভাব,
খাঞ্জাখাঁ স্বভাব ছাড়া
আমি অচল,
কবে খাঞ্জাখাঁ স্বভাব ছেড়ে
হবো আমি সচল।
.
খাঞ্জাখাঁ স্বভাব
বাড়ায় শুধু আমিত্ব,
কবে খাঞ্জাখাঁ স্বভাব
বিলুপ্ত হবে ফিরবে মম শুদ্ধ চিত্ত।
.
খাঞ্জাখাঁ স্বভাব
দিয়ে অনেক মেয়ের মন করেছি খুন,
খাঞ্জাখাঁ স্বভাব দিয়ে
চাই না আর কোন মেয়ের বক্ষে
জ্বালাতে আগুন....


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।