বাবা বহুদিন থেকে দেখি না তোমায়
- ফাইয়াজ ইসলাম ফাহিম

বাবা বহুদিন থেকে দেখি না তোমায়
বাস্তবে তো আসবে না কখনো
স্বপ্নে দাও একটু সময়?
.
বাবা তুমি চলে যাওয়ার পর থেকে
হারিয়েছি সুখ,
ভালবাসার ছায়া নেই মাথায়
কেউ আর ভালবাসা দিতে নয় ইচ্ছুক।
.
বাবা তুমি চলে যাওয়ার পর থেকে
মুখে নেই হাসি,
স্বপ্নে আজ এসো
তোমার জন্য আমার মন যে উদাসী।
.
বাবা তুমি চলে যাওয়ার পর থেকে
আপন হয়েছে পর,
নিত্য নতুন চলছে
আমাদের পরিবারে সামাজিক ঝড়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১১-১১-২০১৮ ১৭:৩১ মিঃ

বাবা তুমি চলে যাওয়ার পর থেকে
হারিয়েছি সুখ,
ভালবাসার ছায়া নেই মাথায়
কেউ আর ভালবাসা দিতে নয় ইচ্ছুক।
.
বাবা তুমি চলে যাওয়ার পর থেকে
মুখে নেই হাসি,
স্বপ্নে আজ এসো
তোমার জন্য আমার মন যে উদাসী।
.
বাবা তুমি চলে যাওয়ার পর থেকে
আপন হয়েছে পর,
নিত্য নতুন চলছে
আমাদের পরিবারে সামাজিক ঝড়।