ভালবাসায় মান অভিমান
- অরুণ কারফা

তোমার বাগ হতে
ফুল নিয়ে আমি
তোমাকেই অর্পন করি
একেও কি বলবে চুরি?

এই যদি হয় চুরির সজ্ঞা
আমি যেন হই চোর
ভালবাসার তরে
জীবন ভোর।

তোমার কাছে থেকে
ভালবাসতে শিখে
তোমারেই যদি কাঁদাই
আমি কি নই কসাই?

তাই তো আমি
পারি না করতে
মিছে মিছে অভিমান
আর তুমি ভাব
সাদামাটা আমি
এক বৈচিত্র্যহীন প্রাণ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৫-০৬-২০১৪ ১৬:২৭ মিঃ

জীবন ভোর=জীবন ভর হবে মনে হয়