ভোরের আলো
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা
ভোরের আলো ছড়িয়ে দিলো
আলোক ভুবনময়,
পূব আকাশে অরুণ হাসে
প্রভাত হাওয়া বয়।
টগর বেলি যুঁথী শিউলি
ফুটে আছে ফুল বাগে,
তরুর শাখে পাখিরা ডাকে
শীতের আমেজ লাগে।
ঘাসের পরে শিশির ঝরে
সোনালী সকাল বেলা,
ধানের খেতে উঠলো মেতে
সোনা রোদ করে খেলা।
অজয় তীরে স্নিগ্ধ সমীরে
বটগাছ তলে বসি,
মধুর সুরে কেমন করে
বাজায় বাঁশি শশী।
পথের বাঁকে কলসী কাঁখে
দাঁড়িয়ে থাকা বধূটি,
মাথার পরে ঘোমটা টানি
লাজে রাঙা চোখ দুটি।
অজয়ের তীরে বেলা বাড়ে ধীরে
আসে শালিকের দল,
আপন বেগে অজয় নদী
বয়ে চলে অবিরল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।