প্রথম কবিতা তোমার নামে
- হাসান আল মাহদী

এই লিখা প্রথম কবিতা তোমার নামে
মিশে আছো তুমি আমার প্রতিটা ক্ষনে ক্ষনে
বুঝায় তোমায় কেমনে?

মনে পড়ে তোমার সাথে কাটানো সেই রাত গুলো
মনে পড়ে যায় ঘটে যাওয়া সেই পাপ গুলো
অধির আগ্রহ নিয়ে বসে থাকা তোমার অপেক্ষায়
তোমার কী পড়ে মনে?

জানি তুমি ও নিরুপায় অসহায়
এই সমাজের বাধা দেওয়ালে,
আমি যে খেলে যায় তোমার সাথে
মনের অভিসারী খেয়ালে।
আমি কী আছি তোমার ধ্যানে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।