সামাজিক ছাতা নেই
- ফাইয়াজ ইসলাম ফাহিম
আমার সামাজিক ছাতা নেই
তাই আমার কষ্টের অন্ত নেই,
আমার সামাজিক ছাতা যখন ছিল
তখন আমার সুখ ছিলো।
.
আমার সামাজিক ছাতা
পিতা হারিয়ে হয়েছে ক্ষয়,
তাই কেউ দেয় না বেঁচে থাকার অভয়।
.
আমার সামাজিক ছাতা ছিল যখন
তখন সবাই ছিল আপন,
এখন সামাজিক ছাতা নেই
তাই সবাই করে ছেই! ছেই!...
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
১২-১১-২০১৮ ১৭:৩৫ মিঃ
আমার সামাজিক ছাতা নেই
তাই আমার কষ্টের অন্ত নেই,
আমার সামাজিক ছাতা যখন ছিল
তখন আমার সুখ ছিলো

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।