প্রেয়সীর প্রতি
- হাসান আল মাহদী ২৬-০৪-২০২৪

যতদিন রবে এই বৃক্ষ তরুলতা
এই ধরনীতে বহমান,
ততদিন এই মন চাইবে তোমায় -এই আমার পণ

কেনো কর অবহেলা, কেন এতো অভিমান!
দুঃখ কি দিয়েছি আমি তোমায় পাহাড় সমান।

তোমায় রেখেছি আমার হৃদ মাজারে
সেথাই রবে তুমি খুব যতনে....

যতই আসুক জড়ো হাওয়া,
হবো আমি তোমার ছায়া
তোমার তরে বিলিন হয়ে
মাখবো আমি রোদ্রের মায়া

করুন প্রেমের নিরব আশা,
এর নাম কি ভালোবাসা...!
নাকি মিছে মায়ার হতাশা
যা বাড়ায় শুধু হৃদয়ের রেষা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।