মা তোমায় নিয়ে চিন্তার নেই অন্ত
- ফাইয়াজ ইসলাম ফাহিম
মা তোমায় নিয়ে চিন্তার নেই অন্ত
তোমার জন্য যে আমি হয়েছি লক্ষীমন্ত,
মা কোথায় তুমি জলদি এসো ফিরে
তোমার জন্য সুখ নেই আমার ভালবাসার নীড়ে।
.
মা কোথায় তুমি করো না
আমার সঙ্গে আড়ি,
তুমি ছাড়া সব কিছু অচল
সবাই যাচ্ছে যে আমায় ছাড়ি।
.
মা কোথায় তুমি
শুনছো কি মোর হাঁক,
তুমি নেই বলে
আমার ভালবাসার নীড়ে ঘূর্ণিপাক।
.
মা কোথায় তুমি
তোমার জন্য হয়েছি হন্য,
তুমি ফিরে এসো মা
মুখে দাও( আমি) অধমের অন্ন।
.
মা পথের বাঁকে
বসে আছি তোমার জন্য,
তুমি ফিরলে আমার
নীড় করবে তোমায় ধন্য ধন্য।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।
১৫-১১-২০১৮ ১৪:১৯ মিঃ
মা তোমায় নিয়ে চিন্তার নেই অন্ত
তোমার জন্য যে আমি হয়েছি লক্ষীমন্ত,
মা কোথায় তুমি জলদি এসো ফিরে
তোমার জন্য সুখ নেই আমার ভালবাসার নীড়ে।
.
মা কোথায় তুমি করো না
আমার সঙ্গে আড়ি,
তুমি ছাড়া সব কিছু অচল
সবাই যাচ্ছে যে আমায় ছাড়ি।
.
মা কোথায় তুমি
শুনছো কি মোর হাঁক,
তুমি নেই বলে
আমার ভালবাসার নীড়ে ঘূর্ণিপাক।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।