কথোপকথন
- ফয়েজ উল্লাহ রবি

মেঘ তুমি কার?
যে ঝরে বারো মাস ।
রাত তুমি কার?
যে ছাড়ে দীর্ঘশ্বাস ।
পাখি তুমি কেনো গাও গান?
দুঃখির করতে শীতল প্ররাণ।
ফুল তুমি কেনো ছড়াও ঘ্রাণ?
অভাবীর ভরে দিতে প্রাণ ।
ন দী তুমি কেনো বয়ে চলো জলের ধারা?
সাগ র ওখানে জলের প্রতীক্ষায় আছে খাঁড়া।
এতো জল তবু কেনো মিটেনা তোমার স্বাদ?
আরো চাই যতো পাই তোমার কী এমন বিস্বাদ ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।