প্রেমের গতিবেগ
- ফয়েজ উল্লাহ রবি
তুমি কোন চোখেতে স্বপ্ন দেখো; কোন চোখ রাখো খোলা
ভাবনা তোমার মন নাচে যে, লাগে মনে দোলা ।
তুমি কোন পথেতে হেঁটে চলো; কোন পথে যাওয়া বাধা
পথো চেয়ে আমার কাটে বেলা; মন থাকে না বাঁধা।
কোন আকাশের সুর্য তুমি, কোন আকাশের তারা
তোমায় দেখে মুগ্ধ কবি পাগল পারা।
তুমি কোন জলেতে স্নান করো, কোন জল তুমি খাও
দেখা দিয়ে আড়াল হয়েই কোন অজানায় যাও।
কোন ফাগুণের ফুল গো তুমি কাল বৈশাখীর ঝড়
আপন ভাবি তোমায় আমি তুমি ভাবো পর ।
শ্রাবণ মাসের বারিষ তুমিই শরতের ঐ সাদা মেঘ
বুঝ মানেনা মনটা আমার; তোমার প্রেমের গতিবেগ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।