তুমি বলেছিলে
- ফয়েজ উল্লাহ রবি
বলেছিলে ভালোবাস আমায়
সকাল-বিকেল, সন্ধ্যা-রাতে,
শীত বা গ্রীষ্ম হেমন্ত ফাল্গুনে
বর্ষা শরৎ বারোমাস সাথে।
তুমি বলেছিলে ভালোবাস
“আমার মন খারাপের দিনে”
সুখে-দুঃখে থাকবে কাছে
“ফিরবে আমার দুঃখের দিনে”!
বলেছিলে থাকবে পাশে
আসুক হাজার বাধা,
জীবন যুদ্ধে জয়-পরাজয়
তুমিই আমার রাধা!
হাতে রেখে হাতটি তুমি
রাখবে জীবন ভর,
কোন সে ঝড়ে অসময়ে
করে দিলে পর!
কতো কিছুই বলে ছিলে
গেলে কি সব ভুলে,
আজো তোমায় ভালোবাসি
তবু চলে গেলে !
শ্রাবণ ১৪২৪, জুলাই ২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।