একান্ত আপন
- অরুণ কারফা

তোমার মাঝে
নিজেরে খুঁজি
তোমার ভালবাসাই
আমার একমাত্র পুঁজি,
তুমি কর আমারে প্রত্যখান
তোমার হৃদয়ে আমার তরে
নেই যে কোন স্থান।

তবু, ইচ্ছে করে
চেঁচিয়ে বলি
তুমি হলে ফুল
আমি হলেম অলি,
আর আমি করি বিশ্বাস
যতক্ষণ আছে শ্বাস
তুমি যা কর
তা শুধুই অভিনয়,
আমি ছাড়া আর
কারুর তরে
তোমার চিত্ত নয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।