স্ব জ ন
- ফয়েজ উল্লাহ রবি
ইচ্ছে হয় বার-বার তোমার দুয়ারে আসি ফিরে
তুমি হীন কেউ নেই শূন্য আমার নীড়ে
তোমার শূন্যতা কুঁকড়ে মারে হারাই আঁধারে
একেলা আমি নীরব যেন হাজার লোকের ভীড়ে।
শত কোলাহল, নানা আয়োজন সবই যেন ফিকে
তুমি নেই ভাবতেই অবাক লাগে মানতে চায়না মন
সেই দিন গুলো কী করে গেলে ভুলে-
তুমি আমি ছিলাম যেন হাজার জনম একই সঙ্গমে।
নদী সাগর আকাশ বাতাস সবাই জানে
তুমি আমার আমি তোমার জনম জনমের সঙ্গী স্বজন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।