জশনে জুলুস
- হাসান আল মাহদী
আজ ধরাতে তশরিফ আনলেন
রাহমাতুল্লিল আলামিন,
বিশ্ব বাসির খুশির সীমা নেই
দুঃখ হল বিলীন।
অন্ধকার দূর হলো
নুরের বাতি জলে,
সেই জ্যোতি র আলোকময়
মুমিন হৃদয় গলে।
সেই খুশিতে কুল জাহানে
জুলুসের আহবান,
প্রবর্তন করলেন আওলাদে রাসুল (দ)
তৈয়ব শাহ (র)সাহেবান।
ইশকে রাসুলের পয়গাম নিয়ে
আসে মুসলিম জামেয়ায়
সেই জান্নাতি দৃশ্য দেখতে
ছুটে এসো বার আওলিয়ার চাটগায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।