প্রার্থনা
- অনির্বাণ মিত্র চৌধুরী
আমি তোমায় কতটা ভালবেসেছি তুমি তা জানলে না।
মনে প্রাণে তোমায় কতটা চেয়েছি তুমি তা বুঝলে না।
ছেড়ে যাবার আগে তুমি একটিবারও ভেবে দেখলে না
তুমি ছাড়া আমি কি করে থাকবো?
কি করেই বা তোমায় ভুলে যাবো?
কি করে ভুলে যাবো সেই স্মৃতি?
পারবে কি সেই দিনগুলো ফিরিয়ে দিতে?
জানি, পারবে না।
ছেড়েই যদি যাবে কেন ভালবেসেছিলে?
কেন দেখিয়েছিলে রঙিন স্বপ্ন?
আমি তো তোমারই ভাবনায়
দিবানিশি ছিলাম মগ্ন।
তবে কেন ভাঙলে হৃদয়?
আমায় নিয়ে ছিনিমিনি খেলতে তোমার একটুও বাঁধলো না?
অবশেষে আমি বুঝেছি, - ললনা মানেই ছলনা।
সর্বনাশা ভালবাসায় আর মন দেবো না।
চলে তো গেছই আমায় ছেড়ে
আবার ফিরে আসতে বলবো না।
শুধু একটি মিনতি করছি যদি রাখো
আমার মত অন্য কারো সাথে আর ছিনিমিনি খেলো না।
মানুষের হাত-পা ভাঙলে ঠিক করা যায়
কিন্তু, মন ভাঙলে নয়।
মন ভাঙার কষ্টটা তুমি ঠিক বুঝবে না।
যার ভাঙে সে-ই তো জানে কি কষ্ট হয়।
তোমাকে অভিশাপ দেবো - এমন স্বার্থপর আমি নই
আর শকুনের অভিশাপে কি গরু মরে?
তবে যেখানেই থাকো ভাল থেকো, সুখে থেকো
বিধাতার কাছে এইটুকুই প্রার্থনা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।