ঈশ্বর তুমি শয়তান
- ফাইয়াজ ইসলাম ফাহিম
ঈশ্বর তুমি শয়তান
তোমার খেলায়
মানুষের রক্তে
রক্তাক্ত ধর্ম ময়দান।
.
ঈশ্বর তুমি শয়তান
তাই বারংবার বলো নামায পড়,পূজা করো,প্রার্থনা করো।
তোমার কথা না শুনলে
হয়ে উঠো স্বার্থপর
দোযখের ভয়ে মানুষ কে কাঁপাও থরথর।
.
ঈশ্বর তুমি মহা শয়তান
মহা স্বার্থপর,
শুধু নিজের কথাই ভাবো
নিজে প্রার্থনা পাবার আশে
মানুষ কে দাস বানিয়ে রেখেছো যুগ যুগান্তর।
.
তোমায় সন্তুষ্টের আশে সিজদা করলে
পূজা করলে,স্মরণ করলে
সে ভালো।
আর যে করবে না তারে বানাও
নাস্তিক, বলো নেই তার মাঝে ধর্মীয় আলো।
আসলে তুমি মহা শয়তান
মহা স্বার্থপর।
.
শুধ নিজের স্বার্থের জন্য
সৃষ্টি করেছো এই বিশ্বব্রহ্মাণ্ড
মানুষের মন কেন পরিবর্তন হবে না
তোমারি যত্ত কান্ড।
আর কিছু বললে আমায় পাপী বলে দিবে দন্ড
আসলে তুমি ভন্ড, তুমি রব,তুমি শয়তান,তুমি ঢব।
মিছে মানুষ কে ফুটবল বানিয়ে ধর্ম খেলা দেখে
করো মহাৎসব....
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।
২২-১১-২০১৮ ০৮:৪৯ মিঃ
ঈশ্বর তুমি শয়তান
তোমার খেলায়
মানুষের রক্তে
রক্তাক্ত ধর্ম ময়দান।
.
ঈশ্বর তুমি শয়তান
তাই বারংবার বলো নামায পড়,পূজা করো,প্রার্থনা করো।
তোমার কথা না শুনলে
হয়ে উঠো স্বার্থপর
দোযখের ভয়ে মানুষ কে কাঁপাও থরথর।
.
ঈশ্বর তুমি মহা শয়তান
মহা স্বার্থপর,
শুধু নিজের কথাই ভাবো
নিজে প্রার্থনা পাবার আশে
মানুষ কে দাস বানিয়ে রেখেছো যুগ যুগান্তর।
.
তোমায় সন্তুষ্টের আশে সিজদা করলে
পূজা করলে,স্মরণ করলে
সে ভালো।
আর যে করবে না তারে বানাও
নাস্তিক, বলো নেই তার মাঝে ধর্মীয় আলো।
আসলে তুমি মহা শয়তান
মহা স্বার্থপর।
.
আর কিছু বললে আমায় পাপী বলে দিবে দন্ড
আসলে তুমি ভন্ড, তুমি রব,তুমি শয়তান,তুমি ঢব।
মিছে মানুষ কে ফুটবল বানিয়ে ধর্ম খেলা দেখে
করো মহাৎসব....
২২-১১-২০১৮ ০৮:৪৯ মিঃ
ঈশ্বর তুমি শয়তান
তোমার খেলায়
মানুষের রক্তে
রক্তাক্ত ধর্ম ময়দান।
.
ঈশ্বর তুমি শয়তান
তাই বারংবার বলো নামায পড়,পূজা করো,প্রার্থনা করো।
তোমার কথা না শুনলে
হয়ে উঠো স্বার্থপর
দোযখের ভয়ে মানুষ কে কাঁপাও থরথর।
.
ঈশ্বর তুমি মহা শয়তান
মহা স্বার্থপর,
শুধু নিজের কথাই ভাবো
নিজে প্রার্থনা পাবার আশে
মানুষ কে দাস বানিয়ে রেখেছো যুগ যুগান্তর।
.
তোমায় সন্তুষ্টের আশে সিজদা করলে
পূজা করলে,স্মরণ করলে
সে ভালো।
আর যে করবে না তারে বানাও
নাস্তিক, বলো নেই তার মাঝে ধর্মীয় আলো।
আসলে তুমি মহা শয়তান
মহা স্বার্থপর।
.
আর কিছু বললে আমায় পাপী বলে দিবে দন্ড
আসলে তুমি ভন্ড, তুমি রব,তুমি শয়তান,তুমি ঢব।
মিছে মানুষ কে ফুটবল বানিয়ে ধর্ম খেলা দেখে
করো মহাৎসব....

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।