বড় আপুর সঙ্গে প্রেম
- ফাইয়াজ ইসলাম ফাহিম
বড় আপুর সঙ্গে
প্রেম করলে পাবে অনেক মজা,
বড় আপু
সহজেই ভালবাসা দিবে
হবে প্রেমের ওঝা।
.
বড় আপুর সঙ্গে
প্রেম করলে পাবে অনেক শাসন,
আদর করে বুকে টেনে নিবে
মনে দিবে ভালবাসার আসন।
.
বড় আপুর সঙ্গে প্রেম করলে
পাবে অনেক আনন্দ,
কথায় কথায় মিষ্টি চুম্বনে
করবে তোমার সঙ্গে অনেক দ্বন্দ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।