শুধু তোমাকে চাই
- হাসান আল মাহদী
এই ধরণী আজ ভুলেছে প্রেয়সী তোমায়
ভুলেনি এক পাগলা প্রেমিক
সেই শুধু সারাক্ষণ তোমাকে চাই।
চারিদিকে অজস্র ছিটিয়ে রয়েছে
সমাজের বাধার শেকল
বন্দী মন কবু মানতে চাই না
সমাজের বদ্ধ শৃঙ্খল।
ফিরে ফিরে চাই তোমারি পানে
পেতে ভালবাসার পাল,
সেই পালে হাওয়া লাগিয়ে
দেবো যে উড়াল।
সেই দেশ হতে কখন ও ফিরবো না
ছোটাব তরীর পাল,
গরবো সুখের পরশে পরীর প্রেমে
স্বপ্নের রঙিন মহল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।