আমি ছাইপাঁশ
- ফাইয়াজ ইসলাম ফাহিম
আমি ছাইপাঁশ
আমাকে পাবার করো না আশ,
আমার জীবনে এসে পাবে না সুখ
পাবে শুধু হতাশ।
.
আমি ছাইপাঁশ
আমাকে নিয়ে দেখ না মেকি স্বপন,
আমাকে পাবার আশে
নিজের মনে করো না ভালবাসার বীজ বপন।
.
আমি ছাইপাঁশ
আমার জন্য
করো না
নিজের জীবন নাশ।
.
আমার জীবনে কিছু নেই
আছে যে শুধু হতাশ
আমি ছাইপাঁশ আমি ছাইপাঁশ
আমায় ছেড়ে দূরে চলে যাও
অন্য কারো মনে করো বাস
আমি ছাইপাঁশ আমি ছাইপাঁশ
আমি ছাইপাঁশ.....
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।
২৪-১১-২০১৮ ১৪:২২ মিঃ
আমার জীবনে কিছু নেই
আছে যে শুধু হতাশ
আমি ছাইপাঁশ আমি ছাইপাঁশ
আমায় ছেড়ে দূরে চলে যাও
অন্য কারো মনে করো বাস
আমি ছাইপাঁশ আমি ছাইপাঁশ
আমি ছাইপাঁশ.....

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।