বোরকাবন্দি
- ফাইয়াজ ইসলাম ফাহিম
নারীর রূপ বোরকাবন্দি
বোরকার অন্ধকার জেলে করে বাস,
নারীর রূপ মুক্ত পৃথিবী
দেখতে পারে না
বোরকা জেলে করে হা-হুতাশ।
.
নারীর রূপ বোরকাবন্দি থাকবে
মুসলিম ধর্মকোর্টে পাশ,
নারীর রূপ মুক্তি পাচ্ছে না
বোরকার অন্ধকার জেলে হচ্ছে নাশ।
.
নারীর রূপ বোরকাবন্দি
থাকবে কৃতযুগ,
জেগে উঠো নারী
নিজের রূপ উন্মোচন করে
ধর্মান্ধদের ধরিয়ে দাও আনন্দ অসুখ....
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।
০২-০১-২০১৯ ১১:৪৮ মিঃ
নারী দেহ মহামূল্যবান অলংকার।।
তা কি যত্রতত্র রাখতে পারি আর?
তাইতো বোরকাবন্দি রাখি।।
লুটতরাজের থেকে সংরক্ষনে থাকি।।
২৫-১১-২০১৮ ১৩:৩৭ মিঃ
নারীর রূপ বোরকাবন্দি
থাকবে কৃতযুগ,
জেগে উঠো নারী
নিজের রূপ উন্মোচন করে
ধর্মান্ধদের ধরিয়ে দাও আনন্দ অসুখ....

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।