একতাবদ্ধ হও
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ধর্ম বৈষম্য বিভেদ ভুলে
হে হিন্দু, মুসলিম,বৌদ্ধ, খ্রিষ্টান
হও একতাবদ্ধ,
তবেই বঙ্গমাতার ক্ষতি করার
কেউ পাবে না সাধ্য।

ধর্ম বৈষম্য বিভেদ ভুলে
মানব হিসাবে দাও পরিচয়,
তবে বঙ্গমাতার
সকল কষ্ট,ভয় হবে যে ক্ষয়।

ধর্ম বৈষম্য সৃষ্টি করে
মানবতার করো না ক্ষতি,
তবে সব হারাবে
খুঁজে পাবে না কোন কূল
হারাবে মানবের জ্যোতি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।