আইসোলেটেড আমি
- অনির্বাণ মিত্র চৌধুরী
চোখ বুজলে দেখি এইতো সবাই
চোখ মেললে দেখি কেউ কাছে নাই।
স্বজনহীন এ এক বিচ্ছিন্ন জগত
কারো সঙ্গে মিলে না আমার মতামত।
একলা বসে আপন মনে ভাবি
আইসোলেটেড আমি, আইসোলেটেড আমার পৃথিবী।
আছি আমি জনসমুদ্রে,
তবুও যেন নেটওয়ার্কের বাইরে
বৃত্তে থেকেও আমি নেই,
শনির বলয় রেখেছে ঘিরে।
তীব্র বেগে খসে যাওয়া তারার মতো
হারিয়ে ফেলেছি আপন কক্ষপথও
শুন্যে শুন্যে ঘুরে হলাম বেনামী
সবাই আছে, তবুও আইসোলেটেড আমি।
একদিন আমার সব ছিল,
আর আমি ছিলাম সবকিছুতেই
আজও সব ঠিকই আছে
কিন্তু তাতে আর আমি নেই।
সেল থেকে বিচ্ছুরিত ইলেকট্রনের মতো
ছুটে চলেছি অবিরাম, ক্রমাগত।
কোথায় গিয়ে, কখন যে একটু থামি?
সবকিছু ছেড়ে ছুঁড়ে আইসোলেটেড আমি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।