মানুষের চাষ হয়
- নাহিদ সরদার

মানুষের চাষ হয়
মো: নাহিদ সরদার
চাই
দুরন্ত দুপুরে ছুটে আসা বালক বুলুক
তোমার কাছে হ্যারি পটার হবে
পড়ন্ত বিকেলে সাদা চশমার কাচ মুছে কোনো এক সত্তর কিংবা অাশি চেয়ে নিক শংকর এর চরণ ছুঁয়ে যাই অথবা সমরেশের গর্ভধারিণী।
নবগত প্রেমিকের হাত থেকে খসে পড়ুক গোলাপ
শেষের কবিতা হাতে নিয়ে বলেদিক ভালোবাসি।
তারুণ্যের গলায় বাজুক বিদ্রোহী সে গান
চাই পড়ার ক্লাব গুলো মেতে উঠুক
সমাজ, রাজনীতি, বিশ্বনীতির বিতর্কে।
চায়ের ধোঁয়া থেকে উঠে আসুক হাজার বছর ধরে অথবা সূর্য-দীঘল বাড়ি।
ভ্রাম্যমাণ জ্ঞানের আলো ছুঁটে চলুক ,
উঠে আসুক সত্য সুন্দর আলো
ছুঁটে যাক শহর, নগর, বন্দর বেধ করে পাড়াগাঁয়ে
তারপরে সীমান্ত পাড়ি দিয়ে চলুক বিশ্বময়।
বিশ্বয়ে বলে উঠুক বিশ্ববাসী এ কোন আলো এসে আমাদের অালোকিত মানুৃষ বানায়
একদিন অবশ্যই জেনে যাবে তাঁরা
বিশ্ব সাহিত্যে কেন্দ্র মানুষের চাষ হয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।