জানো কি?
- অনির্বাণ মিত্র চৌধুরী

মনের মাঝে সকাল সাঁঝে
তোমার ছবি যে আঁকি
তুমি তা জানো কি?
বুকের পাঁজরে যতন করে
তোমায় যে পুষে রাখি
তুমি তা জানো কি?

বেশ তো ছিলাম একা
কেন দিলে তুমি দেখা?
আড়ালে নিজেকে রাখা
আর ইশারায় কাছে ডাকা।
তুমি ছাড়া আমি দিশেহারা
এই মন তোমাতেই পাগলপারা
তোমায় নিয়েই স্বপ্ন দেখি
তুমি তা জানো কি?

তোমাকে পাবার আশায়
দিন-মাস-বছর কেটে যায়।
জানি না আছো কোথায়
আছি তোমারই অপেক্ষায়।
তুমি ছাড়া সব ছন্নছাড়া
মন যে তোমাতেই মাতোয়ারা।
তোমায় নিয়েই কাব্য লিখি
তুমি তা জানো কি?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।