মরণের ভয় দিয়েছি তাড়িয়ে
- ফাইয়াজ ইসলাম ফাহিম

মরণের ভয় দিয়েছি তাড়িয়ে
শত্রুর কার্তুযে মরণ হলে হবে
তবুও ধর্মীয়, সামাজিক নিষেধাজ্ঞা
থেকে ভালবাসার স্বাধীনতা
আনতে চাই ফিরিয়ে।
.
মরণের ভয় দিয়েছি তাড়িয়ে
শত্রুর কার্তুযে মরণ হলে হবে
তবুও ভালবাসা কে
ধর্মীয়, সামাজিক নিষেধাজ্ঞা'র
জেলে থেকে আনতে চাই কাড়িয়ে।
.
মরণের ভয় দিয়েছি তাড়িয়ে
শত্রুর কার্তুযে মরণ হলে হবে
তবুও ধর্ম,সমাজের নিচু চিন্তার কাছে
ভালবাসার আলা দিতে চাই ছড়িয়ে....


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৩-১২-২০১৮ ১৮:২০ মিঃ

মরণের ভয় দিয়েছি তাড়িয়ে
শত্রুর কার্তুযে মরণ হলে হবে
তবুও ভালবাসা কে
ধর্মীয়, সামাজিক নিষেধাজ্ঞা'র
জেলে থেকে আনতে চাই কাড়িয়ে।
.