রুখে দাঁড়াও
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ভয় করে অন্যায়ের কাছে
করবে না কখনো মাথানতো,
রুখে দাঁড়াও
বাঁধা আসুক যত্ত ।
.
ভয় করে
বিড়ালের মতো করবে ক'দিন পৃথিবীতে বাস,
সিংহের মতো সাহসী হয়ে
অন্যায় কে করো নাশ।
.
ভয় করে অন্যায় কে
কত দিবে আশ্রয়,
সাহসী হয়ে উঠো
জীবন যায় যাক অন্যায় কে করো ক্ষয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৪-১২-২০১৮ ১৫:২৮ মিঃ

ভয় করে অন্যায় কে
কত দিবে আশ্রয়,
সাহসী হয়ে উঠো
জীবন যায় যাক অন্যায় কে করো ক্ষয়।