বিরহের অনুকাব্য
- অনির্বাণ মিত্র চৌধুরী
কি সুখে আছি আমি
জানো কি তা তুমি?
জানে শুধু আমার মন
আর জানে অন্তর্যামী।
কি ব্যাথায় কাঁদে মন
ভেবেছো কি তুমি কখন?
রাখোনি মনে আমায়
তাই দু'চোখে শ্রাবণ।
কি ভুলে গেছ চলে
আমায় একাকী ফেলে
ভাবোনি কি হবে আমার
জীবনে তোমায় না পেলে।
কি দোষে করেছো দোষী
দু'চোখের জলে ভাসি
জানো না এখনও তোমায়
কতখানি ভালবাসি।
কি করে বলনা সখি
তোমায় যাবো গো ভুলে
গেঁথেছি দুঃখের মালা
বিরহের ফুলে ফুলে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।