রাজ্যপাট
- অরুণ কারফা
আমার সাম্রাজ্যে তুমি সম্রাজ্ঞী
আমি হচ্ছি সম্রাট
মন্ত্রীর অভাবে নিজেরাই চালাই
নিজেদের রাজ্যপাট।
নিজেরাই বানাই নিয়ম কানুন
নিজেরাই বাতিল করি
প্রজার অভাবে তা লঙ্ঘন করে
নিজেদের কারাগারে পুরি।
এত কিছু করে ক্লান্ত হলে
ছাতিম তলায় যাই
সাধারণ প্রেমিক প্রেমিকার মতই
মাথায় হাত বুলাই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।