দীর্ঘ রাত
- তালাল উদ্দিনঅনেক বড় রাত/ পার করে এসেছে এ হৃদয়/ যেন টাইটানিকে কেটেছে শেষ রাত/ অনেক কটু কথা/ অশ্রাব্য গালাগালি/ কত শত কাঁটার আঘাত/ সহে গেছে আনমনে/ মনের অনলে পুড়ে/ আজ তা ছাই হয়ে গেছে/তবু, লাগে ভালো/ যখন দেখি আঁধার চিরে/ বেরিয়েছে চাঁদের আলো/ অথবা/ নিয়নের রঙচঙে আলোয়/ এসব রাত আজ ফকফকা/ সাথে তাদের ও জীবন/ আজো জাগে মনে/ ওসব রাত ছিল/ দধীচি মুনির মতন/ কেটে যেত বহু সময়/ ত্যাগে আর ধ্যানে/ অনেক সাধ আর আহ্লাদ/ ফেলে গেছি গোয়াইনের তীরে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।
০৭-১২-২০১৮ ২২:৪৭ মিঃ
আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে লিখেছি কবিতাটি। কোন একদিন হয়তোবা শেয়ার করব। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। অনেক ভালো লাগে আপনাদের।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।