নিত্যদিনের কীর্তিকথা
- অনির্বাণ মিত্র চৌধুরী

প্রতিদিন সূর্য ডোবে, সন্ধ্যা নামে, রাত হয়
আমার দু'চোখে ঘুম আসে না।
প্রতিদিন সূর্য উঠে, আলো ফোটে, ভোর হয়
আমার দু'চোখে ঘোর কাটে না।

প্রতিদিনই ভাবি, একটি নতুন সূর্য মানে
একটি নতুন সকাল, একটি নতুন শুরু।
সে আশাতেই ঘর ছেড়ে বের হই
প্রতিদিনের মতই।
এদিক-সেদিক দিগ্বিদিক কত ঘোরাঘুরি
এগলি-ওগলি কানাগলি কত ছোটাছুটি।
তারপর যথারীতি সন্ধ্যা নেমে আসে
তারারা উঁকি মারে সন্ধ্যার আকাশে।
আমিও ফিরে আসি ঘরে
ঘর্মাক্ত শরীরে।
স্বস্তির নিঃশ্বাস নিতে গা এলিয়ে দেই
দখিনা বাতাস ছুঁয়ে দিয়ে যায় তনুমন।
সঙ্গে একরাশ নিরাশা ভীড় করে নিউরণে নিউরণে
আমি আর স্থির থাকতে পারি না।

রাত বাড়তে থাকে
আর আমার দুঃশ্চিন্তার রেখাগুলোও।
এক সময় ঘুমাতে যাই
নতুন স্বপ্ন দেখব বলে।
কিন্তু, না।
ঘুমের ঘোরে সেই দুঃস্বপ্নেরা তাড়া করে
যথারীতি আমি চমকে উঠি!
এপাশ-ওপাশ করতে করতে রাত কেটে যায়।
আবার সূর্য উঠে, আলো ফোটে, ভোর হয়
আমার দু'চোখে ঘোর কাটে না।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।