পথচলা
- অরুণ কারফা
বসে আছি পথ চেয়ে
সেই কবে থেকে মেয়ে
বলবে কখন তুমি এসে
একগাল মিষ্টি হেসে
আর কতদিন থাকবে একা
শুনে হেসে বলব বাঁকা
এই হল অপেক্ষার শেষ
এখন তুমি করলেই আদেশ
হাঁটব আমরা একসাথে
যতই বাধা আসুক পথে।
প্রথমে তা মনে হবে স্বপন
আগে যে কখনো হয়নি এমন
চূরমার করে বাধা বিপত্তি
কাটিয়ে সহস্র দিন রাতি
সফল করব যাত্রাখানি
বুঝলে মিঠে অভিমানী
যখন দুজনের মিলিত চেষ্টায়
তৃতীয়জন আসবে শেষটায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।