তুমি ছাড়া
- হাসান আল মাহদী

তুমি ছাড়া আমার ভাঙ্গা মনে আমি পুরো অর্ধেক
তুমি ছাড়া অপূর্ণ আমার সব দিক।

তুমি আমি আকাশে বিস্ফোরক ও সিম্ফনি বিস্ফোরণের মতো তোমার সাথে,
আমি জীবিত হয়ে মৃত তোমার হৃদয়ের ভাংগা টুকরা নিয়ে এই রাতে।

তাই চাঁদের আলোতে আমার চোখ আটকে আছে
আমি কখনো আমার চোখ বন্ধ করতে চাই না।

তুমি ছাড়া আমার ভাঙ্গা মনে আমি পুরো অর্ধেক
তুমি ছাড়া অপূর্ণ আমার সব দিক।

তোমার সাথে আমি বদ্ধ প্রাচীর এর মত
আসুক না বাধা শত শত।

তোমার সাথে আমি যেন সুন্দর জগাখিচুড়ির মত
মুহূর্তে মিলিয়ে যায় আবার ভাংগা কাচের মত।

তাই চাঁদের আলোতে আমার চোখ আটকে আছে
আমি কখনো আমার চোখ বন্ধ করতে চাই না।

তুমি ছাড়া আমার ভাঙ্গা মনে
আমি পুরো অর্ধেক,
তুমি ছাড়া অপূর্ণ আমার সব দিক।

তুমি ছাড়া আমি ভাঙা বোধ
একটি ঝড় একটি পশুর মত।
আমি শুধু একটি দুঃখের কবিতা।

তুমি নিখুঁত সুর, শুনে -শুনে যেতে চায় বহুদূর
আরো শুনতে চাই একমাত্র সাদৃশ্য আমার
তুমি আমার প্রিয় অংশ।
তুমি থাকলে পাশে আমার কেউ পারবেনা
করতে ধবংস।

তুমি ছাড়া আমার ভাঙ্গা মনে আমি পুরো অর্ধেক
তুমি ছাড়া অপূর্ণ আমার সব দিক।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।