নারী যদি জেগে উঠে
- ফাইয়াজ ইসলাম ফাহিম
নারী যদি জেগে উঠে
ক্ষয় হবে পুরুষের শাসনকার্য,
তাই পুরুষ
ধর্মের বাণীতে ডুবে দেয় নারীর স্বাধীনতার সূর্য।
নারী যদি জেগে উঠে
পুরুষের আমিত্ব হবে ক্ষয়,
তাই পুরুষ নারী কে
স্বাধীনতা দিতে করছে নয়-ছয়।
নারী যদি জেগে উঠে
পুরুষের রুখবে আগ্রাসন,
তাই মুসলিম পুরুষ ধর্মের কালো কাপড়ে
নারীর রূপ কি দিয়েছে নির্বাসন।
নারী যদি জেগে উঠে
পুরুষ হারাবে তার শক্তি,
তাই পুরুষ সতত
নারীর মাঝে সৃষ্টি করে বিভক্তি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
১২-১২-২০১৮ ১৪:১১ মিঃ
নারী যদি জেগে উঠে
ক্ষয় হবে পুরুষের শাসনকার্য,
তাই পুরুষ
ধর্মের বাণীতে ডুবে দেয় নারীর স্বাধীনতার সূর্য।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।