অমানিশা দুনিয়ায়
- মাহমুদুল মান্নান তারিফ - নির্বাচিত ১৭-০৪-২০২৪

অমানিশা দুনিয়ায় এলেন যে নূরনবী, তাওরাত যাবুরের বাণীসব মুলতবী। ইঞ্জিল ছেড়ে দিয়ে বুকে বাধোঁ কুরআন, সবটার সারাংশ এযে আল ফুরকান। আল্লাহু আকবার নবী তাঁর মাহবুব, নবীদের শেষনবী আহমাদ মাহমুদ। হাশরের ময়দানে পিলাবেন কাওছার, গুনাগার উম্মাত পাবে শাফাআত তাঁর। রাসূলের আগমনে তমিস্র নিবারণ, স্বপ্নতো সত্যই আমেনার বিবরণ। উজ্জ্বল নূরখানা জ্বলে ওঠে সম্মুখ, স্বস্তির নিঃশ্বাস চারিদিক উন্মুখ। সিরিয়ার উচুঁ উচুঁ দালানেই দীপ্তি, গর্ভের সন্তানে দেন তাঁকে তিপ্তি। উদয়ন হলো যবে মানবতা লুপ্ত, ইসলাম জেগে তুলে সবকিছু সুপ্ত। ঈদে মিলাদুন্নবী নন্দিত চিত্ত, নবীপ্রেমে মুমিনের অন্তর সিক্ত। নবীজীর বাণী তিনি দোয়া খালিলুল্লা'র, নবীদের অনন্য খালিলতো আল্লা'র। নবী ঈসা রুহুল্লা' দেন তিনি সংবাদ, তবে তাঁর উম্মাতে কেনো এতো মতবাদ? মুস্তাফা আহমাদ সাথে তাঁর হেকমত, মতভেদ ভুলে গিয়ে হও তাতে একমত। হৃদয়ের মুছে কালি করো কালো দীলসাফ, তাঁর দীল দয়াভরা,আল্লা'র ইনসাফ। তাঁর দ্বীন ইসলাম প্রিয় সৎকর্ম, ইসলাম আল্লা'র মনোনীত ধর্ম। ইসলাম সার্থক ধর্মই শান্তির, দুনিয়ার বাদবাকি ধর্ম অশান্তির। আউয়ালে রবিউল হাসে চাঁদও সূর্য, আগমনে যাঁর তিনি সূর্যেরও সূর্য। নবীদের সাইয়িদ রহমত বিশ্বের, কাণ্ডারি পাপিদের এতিমও নিঃস্বের। দুনিয়ার ইনসান করো তাঁর ইত্বাআত, রাসূলের পথে চলে করো লাভ হিদায়াত। ইক্বামাতে ইসলামে মুসলিম হও বের অবসান তাগুতের সময়ের হেরফের।, রচনাঃ ২ ডিসেম্বর ২০১৬

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

MahmudulMannanTarif
১৩-১২-২০১৮ ২০:৩০ মিঃ

ধর্মীয় কবিতা।