তোমারই থাকব
- অনির্বাণ মিত্র চৌধুরী
কেন যে তুমি আমায় বোঝার চেষ্টা করো না?
আমার ভালো লাগার, মন্দ লাগার কারন খুঁজো না?
আমার পাওয়া, না-পাওয়ার হিসেব পর্যন্ত রাখো না?
আমার সুখ-দুঃখের ভাগ নিতেও চাও না?
তুমি কেন যে এমন - আমি তো বুঝতেই পারি না।
আমি তোমার জন্য কতটা ভাবি তা কি তুমি জানো?
হয়তো জানো না।
জানার চেষ্টাও হয়তো কোনদিন করো নি
হয়তো করবেও না।
তবুও আমি তোমায় নিয়ে ভাবি, অনেক স্বপ্ন দেখি
সারাটা দিন, সারাটা রাত তোমার ঘোরে বিভোর থাকি।
হয়তো তোমাকে কোনদিন আর পাওয়া হবে না
হৃদয়ে আপন করে
হয়তো স্মৃতিগুলো দুমড়ে-মুচড়ে ছুঁড়ে ফেলবে
আবর্জনার আস্তাকুড়ে।
তবুও আমি তোমায় নিয়ে ভাবব, নতুন স্বপ্ন দেখব
তুমি আমার নাইবা হলে আমি তো তোমারই থাকব।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।